সালানপুরে রাস্তার শিল্যানাস করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

সালানপুরে রাস্তার শিল্যানাস করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের দেন্দুয়া রেলগেট থেকে শিবদাসপুর রেললাইন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তাটির ইসিএলের সিএসআর ফান্ড থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় ২কোটি ৪৪লক্ষ ৯০৭টাকা ব্যায় করে পেপার লক রাস্তা নির্মাণ কাজের শিল্যানাস করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বনজেমারী কয়লা খনির এজেন্ট দীনেশ প্রসাদ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিল্যানাস করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তিনি বলে ইসিএলের ডাম্পারের জেরে প্রতি নিয়ত দেন্দুয়া অঞ্চলে জ্যাম লেগে থাকতো,জ্যামকে নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তার নির্মাণ করা হচ্ছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )