অন্তরের আকুলতা

রাসমণি ব্যানার্জ্জী (হরিপাল, হুগলী)

জানি তুই ভুলে গেছিস-
আমার সকল কাজে
আজও তুই,
ভুলে যাওয়া সহজ কি রে
সকল কাজে আজও আমি
তোর বেদনা ছুঁই।
ভালোবাসায় বেঁধে ছিলাম
দুইজন দুজন কে
সরে গিয়ে ভালো আছিস?
তবে চিরকাল মনে রাখবো তোকে।
তোর দেওয়া ডাইরির পাতায়
তোর ছবি আঁকি
মনের ভেতর অস্থিরতায়
তোকেই ঢেকে রাখি।
টোটো কাকু আজও বলে
সে খাবে না আর আতা
তুই ছাড়া শূন্য জানিস
তোর ডাইরির পাতা।
আমার ডাকে সাড়া দিতে
পাখির মতো উড়ে আসিস না হয়
তোকে নিয়ে করতে যাবো
আমি বিশ্বজয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )