দেবী পক্ষ
মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

কোনো পক্ষপাতিত্ব নয়, তবুও সুরটা টানেই থাকে
হুম দেবী পক্ষ;
কি যেন টান,কেমন যেন ঝাপসা চোখ
গলার কাছে দলা পাকানো অনেক কিছু,,
ঢোঁক গিলছি বারবার,
তৃপ্ত হইনা কোনোকিছুতেই আর।
ধুর্ কিসের স্মৃতি, কি আর এমন !
মনে রাখাটা কি খুব দরকার?
তবে যে বলি পুজো আসছে
মনটা লাগে বেশ,
গন্ধগুলো ধুপ বা ধুনো হলেও
মা মা গন্ধে ভরে আমার দেশ ।
তবে কি মা আদৌ আছে?
মনটা তবে এমন কেন করে !
এতো জ্বালা এত দুঃখ
কেন যে হয়না শেষ !
অসুর নিধন কথার কথা ,
শুনতে শুনতেই কত্ত মহালয়া হচ্ছে শেষ !
তবে কেন এতো অসুর দেশে !
ঘুরেফিরে দিব্য আছে বেশ….
আদতে মা তুমিও সেই
আমাদের মতোই শেষে
কুসন্তান হয় যদিও, কু’মাতা হওনা এই দেশে।
CATEGORIES কবিতা

