আমাকে কি চিনতে পারছো

ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

আমাকে কি চিনতে পারছো
আমি সেই মেয়ে ,
পিঁপড়ের মিছিলে কান পেতে
গন্ধ শুঁকে।

আমাকে কি চিনতে পারছো
আমি সেই মেয়ে
বৈশাখী ঝড়ে মতো–
ফড়িং এর পিছে ছুটে।

আমাকে কি চিনতে পারছো
আমি সেই মেয়ে
জ্যৈষ্ঠের দুপুরে নেই ঘুম চোখে
নুন লঙ্কা কাঁচা আম
আয়েশ করে মাখে।

আমাকে কি চিনতে পারছো
আমি সেই মেয়ে ,
আষাঢ়ের আকাশ ভাঙ্গা
জমা জলে কাদা মাখে।

আমাকে কি চিনতে পারছো
আমি সেই মেয়ে
শ্রাবণের জ্বর শরীর
জলপট্টি মায়ের হাতে।

আমাকে কি চিনতে পারছো
আমি সেই মেয়ে
ফাগুনের কোকিলের ডাকে
দেয় সাড়া কুহু কুহু সুরে।।

আমাকে কি চিনতে পারছো
আমিই সেই মেয়ে ,
অল্পেতেই খুশি
মন ভালো নেই তবু
আশায় আশায় বাঁচে।

নারী কোমল বড়োই সহজ সরল
অল্প শূন্যতায় যন্ত্রনা ভরা ,
নারীর গর্ভে সৃষ্টি জীবন
নারী ঈশ্বরী নারী জগৎ সেরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )