শুধু তুমি
রুনা মুখার্জী (কলকাতা)

কৃষ্ণচূড়ার লাল দিয়ে তোমাকে সাজাতে চাই না ,
কারণ তুমিই আমার কৃষ্ণচূড়া।
আকাশের নীল নিয়ে তোমাকে সাজাতে চাই না ,
কারণ তুমিই আমার অসীম নীল আকাশ ।
সমুদ্রের ঢেউ দিয়ে তোমায় উত্তাল করতে চাই না ,
কারণ মাঝে মাঝে তুমি রাগ সমুদ্রে ভেসে উত্তাল হয়ে ওঠো ।
নদীর জল দিয়ে পা ধুয়ে তোমাকে খুশি করতে তোমায় চাই না,
কারণ তোমার চোখ দুটো নদীর জলের মতোই শান্ত আর গম্ভীর।
তোমাকে গোলাপ দিয়ে খুশি করতে চাই না,
কারণ তোমার ঠোঁট দুটো গোলাপের মতোই সুন্দর আমার প্রিয় টিয়া পাখিটার মতো,
তোমায় খাঁচায় বন্দী করে রাখতে চাই না ।
তোমাকে আর তোমার ভালোবাসাকে,
আমার হৃদয়ের ক্যানভাসে যত্ন করে রেখে দিতে চাই ।
আমি তো কবি নই ,
কবি হলে আমি তোমাকে নিয়ে একটা মিষ্টি প্রেমের কবিতা লিখতাম,
যেখানে তুমি হতে আমার স্বপ্নের রাজকুমার ।
আমি তো শুধু তোমার ভালোবাসায় হারিয়ে যাওয়া এক মানুষ ।
যে তোমাকে অনেক অনেক ভালোবাসে ।
যার হৃদয়ের প্রতিটা বিন্দুতে বিন্দুতে মিশে আছো তুমি।
যার চাওয়া-পাওয়া শুধু তোমাকে ঘিরে ।
যার ভাবনা শুধু তোমাকে নিয়ে।
যার কাছে তোমার মূল্য শিরা, ধমনীতে বয়ে চলা রক্তের মতোই।

