
বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলার শিক্ষক
অঙ্কিতা চ্যাটার্জ্জী: আসানসোল:-
একে কী বলা যেতে পারে – গলি থেকে রাজপথে উত্তরণ! রাস্তার স্কুল থেকে বিশ্বমঞ্চে উপস্থিত হয়ে দেশের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করা সহজ কাজ নয়। নিজের উদ্ভাবনী শিক্ষণ মডেলের ভাবনায় শিশু, বাবা-মা ও দাদু-দিদা এই তিন প্রজন্মকে একসঙ্গে টেনে আনলেন শিক্ষার আঙিনায়। এখানে শিশুরাই শেখায় বড়দের। এই পদ্ধতি সমাজে সমতা, আত্মসম্মান ও প্রজন্মের মধ্যে সংহতি গড়ে তোলে। রাস্তা, দেওয়াল ও গাছের ছায়া হলো তার বিদ্যালয়। মানুষের জীবন হয়ে উঠল পাঠ্যবই। এভাবেই বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করলেন পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপ নারায়ণ নায়ক। এলাকায় তিনি ‘রাস্তার মাস্টার’ ও ‘হিউম্যান ব্ল্যাকবোর্ড’ নামে নামে পরিচিত।
সম্প্রতি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান ইদ্রিস ও মালয়েশিয়া সরকারের যৌথ উদ্যোগে গ্লোবাল এডুকেটর অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়। বিশ্বের ৫৭ টি দেশের ২৪৪ জন প্রার্থী ও ৮১ জন ফাইনালিস্টের মধ্যে অন্যতম বিশ্বসেরা শিক্ষক হিসেবে ‘অ্যাভ্যান্ট গার্ড টিচার অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হন বাংলার দীপ নারায়ণ নায়ক। স্বীকৃতি স্বরূপ তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্মারক ও শংসাপত্র। এছাড়া গবেষণামূলক কাজের জন্য তাকে পাঁচ হাজার ডলারও দেওয়া হয়। তার এই স্বীকৃতিতে মালয়েশিয়ার ভারতের দূতাবাসের আধিকারিক ও কর্মীরা আপ্লুত।
প্রসঙ্গত, এর আগে দীপ নারায়ণ বাবু গ্লোবাল টিচার প্রাইজ (ইউনেস্কো-ভার্কি ফাউন্ডেশন, টপ ১০), হান্ড্রেড ইনোভেশন অ্যাওয়ার্ড (ফিনল্যান্ড), গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড, বঙ্গগৌরব সম্মান সহ একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত দীপনারায়ণ বাবু বলেন – এই স্বীকৃতি শুধু আমার নয়, এই বাংলার প্রতিটি শিশুর, প্রতিটি গ্রামের ও প্রতিটি স্বপ্নদেখা মানুষের।

