ধারণ

শ্রাবণী চক্রবর্তী (কলকাতা)

উদগ্রীব হয়ে ছুঁতে চেয়েছি তোমায়,
ব্যাস ব্যাসার্ধ পরিধির ঘনত্ব
আকাশ মহাকাশ মহাশূন্য
দিশাহীন পারাপার সামলে রাখা দূর্যোগ।
কোথায় খুঁজি বলোতো।
উপচে পড়া কলতান,
অরণ্য জনারণ্য হারিয়ে গেছ বারে বারে,
আচ্ছা কোলাহল কি তোমার পছন্দ নয়
শূন্যতার গন্ডি আঁকো নির্জনে।
শিশির ঝরবে এবার,
কাঠামোরা ভিজে উঠছে সোঁদা গন্ধে,
প্রস্তুতি টুকুই ভালো
একঘেয়ে মুহূর্তগুলোয় স্বল্প বিরাম।
স্মৃতির সাক্ষ্য নিস্তব্ধ নির্ঝরিণী,
নির্জনতার শূন্য প্রহর শুধুই ডুবসাঁতার,
ধারণ যা কিছু একান্তের যাপন,
অনিঃশেষ বয়ে চলা,
নিদ্রায় শায়িত চর
টুপটাপ হিমের আনাগোনা,
এক সমুদ্র কোলাহল বিস্তীর্ণ তরঙ্গ
সন্তর্পনে এগিয়ে চলা এক ডুবুরি
খুঁজে যাই,
জানি তুমি জেগে আছো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )