শিশিরফোঁটা
তনুশ্রী সামন্ত (ডেবরা, পশ্চিম মেদিনীপুর)

শিশিরফোঁটা শিশিরফোঁটা
ঝুমকো লতার দুল!
শিশিরফোঁটা শিশিরফোঁটা
ছোট্ট হীরের ফুল!
ঘাস কিকরে কাব্য হতো?
তুই যদি না ছুঁতিস!
ভোরের বেলা কেমন করে
ঘাসের ডগায় জুটিস?
শিশিরফোঁটা শিশিরফোঁটা
কলমী লতার থেকে,
টুপিয়ে পড়িস দিঘির জলে
শব্দটি না রেখে!
কচু পাতায় রূপোর ঝালর
ধানের ক্ষেতেও সোনা!
রোদ উঠলে হারাস কেন?
সত্যি ভাল্লাগে না!
সোনা মানিক মুক্তো হীরে
দামী কি তোর থেকে!
তোর মতো কে এমন করে
স্নিগ্ধতা দেয় মেখে?
তুই ছুঁইলেই পার্থিব সব
অপার্থিব লাগে!
শিশির কণা পৃথিবী তোর
যাদু স্পর্শ মাগে।
CATEGORIES কবিতা

