মন্থা

মালা মুখোপাধ্যায় (কাটোয়া, পূর্ব বর্ধমান)

এই তো সেদিন এমনি এমনি
কত কি কথার কথা বললাম ….
মনে মনে ভাবি,
সবকিছুই কি কথার কথা হয় কি?
না ঐ কথার মাঝে পড়ে থাকে একটা না ছোঁয়া আরশোলা।

এমন তো কত হয়
কত কি মনে মনে চিন্তারা পোকার মতো নড়ে…
ভাবি আমার মনের ভিতরের পোকাগুলো সব হেঁটে হেঁটে তার হৃদয়ে যদি শব্দহীনভাবে বসে থাকে।
একটু নড়লে চললে ডুগডুগির মতো বেজে উঠলেই বড়ো ব্যাথা পাবে সে, সেই নবাবপুত্তুর।
এক আকাশ ভাবনা মস্ত বড়ো টকটকে সোনালী টিপের মতো আমার দুই ভ্রুর মাঝখানে লেপ্টে …!

এমন ভাবনা আর আশা কার্তিক মাসের ফানুস ওড়ার মতো যদি প্রদীপ হয়ে সবসময় জ্বলজ্বল করে।
নির্ঘাত তখন সমুদ্র থেকে উঠে আসা দানবী বা মহামানবীর মতো অথবা “মন্থার ” মতো কেউ এসে সব আলো নিভিয়ে দিয়ে উড়িয়ে দিয়ে তছনছ করে মোহময়ী আবেশে বলে উঠবে এবার আমরা জলে ভাসি…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )