আবারও টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল

আবারও টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল

কৌশিক মুখার্জী: আসানসোল:- শুক্রবার সারা রাত ভারী বৃষ্টির কারণে আসানসোল স্টেশনের যাওয়ার আগে রেল পুলের কাছে জল জমে বিপত্তি।শুক্রবার রাত থেকে শুরু হয়ে একটানা বর্ষণের জ্বেরে জলমগ্ন আসানসোল। শিল্পাঞ্চলের সাধারণ মানুষের জীবনযাপন চরম অসুবিধায়।
আসানসোলের জাতীয় সড়ক, সহ বিস্তীর্ণ এলাকা সবকিছুই জলের তলায়। রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যহত হয়ে পড়েছে।আসানসোলের অনেক বাড়িতে জল ঢুকে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা আসানসোলের স্টেশন রোডের ১৩ নং মোড়, হটন রোড, রেলপার সহ নিচু এলাকা জলের তলায় চলে যায়। বেশ কিছু বাড়িতেও জল ঢোকে।একই সাথে আসানসোল শহরে থেকে ডিপুপাড়া ও ধাদকা যাওয়ার রেল ওভার ব্রিজের নিচে জল জমাতে বিপাকে পথ চলতি সাধারণ মানুষ, বেশ কয়েক ঘন্টা ধরে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে পারেনি বলে খবর।বলতে গেলে বৃষ্টির ফলে জলমগ্ন আসানসোলের বেশ কিছু এলাকা বলে খবর।
শনিবার ও রবিবার এই বৃষ্টি চলবে বলে জানা গেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )