নতুন ভোর
দীপশিখা পাত্র খাঁ (কদমতলা, হাওড়া)

একটা নরম সবুজ ভোর।
একমুঠো নরম কমলা আলোর আলতো ছোঁয়া।
নগ্ন সবুজ ঘাসের চাদর জড়িয়ে
প্রকৃতির সবটুকু মদিরা পান করে
জেগে উঠি তৃষিতের চোখ নিয়ে।
এ তৃষ্ণা হাজার হাজার বছরের।
নীল তারা জ্বলা রাতে
কিংবা
আমলকীর পাতা থেকে
চুঁইয়ে পড়া শিশিরের কনায়
সেই কবে থেকে খুঁজে ফিরি
একটু উষ্ণতা।
বুনো কলমির সোঁদা গন্ধ যেন
মনে করিয়ে দেয় তোমার শরীরের চেনা আঘ্রাণ।
আমি বারেবারে ফিরে আসি
ঐ কামিণীর ডালে বসে শিস দেওয়া
নাম না জানা হলুদ পাখিটার টানে।
কেমন একটা আবেশ মাখানো সে ডাক।
শুধু নগ্ন নির্জন আর তোমার সবুজ-পরশের
সবটুকু উজাড় করে নিতে
আমি কাঙালের মতো প্রত্যাশী হয়ে
তোমার বুকে ফিরে ফিরে আসি বারেবার।