আসানসোল পুরুলিয়া রাস্তার দশা বেহাল,কবে হবে রাস্তা ঠিক প্রশ্ন সাধারণ মানুষের?

আসানসোল পুরুলিয়া রাস্তার দশা বেহাল,কবে হবে রাস্তা ঠিক প্রশ্ন সাধারণ মানুষের?

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রাস্তার দশা বেহাল,কবে এই রাস্তার নির্মাণ বা সংস্কার প্রশ্ন সাধারণ মানুষের।প্রায় ৬ কিলোমিটার রাস্তা খারাপ,প্রায় দিনেই দুর্ঘটনা।রাস্তার ফলে নাজেহাল সাধারণ মানুষ।আসানসোল পুরুলিয়া রাস্তার দশা বেহাল।রাধানগর থেকে ডিসেরগড় পর্যন্ত প্রায় ৬কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থায়।এই রাস্তাটি আসানসোল ও পুরুলিয়া অর্থাৎ দুই জেলার সংযোগকারী রাস্তা।এই রাস্তাটি রাজ্য জাতীয় সড়কের।এটি একটি ব্যস্ততম রাস্তা।এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে।কিন্তু রাস্তার বেহাল অবস্থা থাকায়,প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে যায় ,আবার মাঝে মধ্যে ঘটে যায় পথ দুর্ঘটনা।স্থানীয় থেকে পথচারী বা বাহন চালকদের দাবি প্রশাসন এই রাস্তা পূর্ণ নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নিলে ভালো হয়।এই রাস্তা দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল করে।অভিযোগ নিয়ামতপুর রাধানগর মোড় থেকে ডিসেরগড় মোড় পর্যন্ত রাস্তার প্রায় জায়গায় খনাখন্দে ভর্তি।বর্ষায় আরো সমস্যা,খানা খন্ড বুঝতে পারা যায়না,যার ফলে দুর্ঘটনা ঘটে।স্থানীয় ব্যক্তি উদয় মুদি বলেন রাস্তা ঠিক নেই বারবার এই রাস্তাটি কাজ করা হয় কিন্তু ভালোভাবে কাজ বা সংস্কার হয় না।গাড়ি চালকরা যে রাস্তার পাশে ড্রেন রয়েছে নিকাশির জন্য সেই ড্রেনের উপর গাড়ি চালিয়ে ড্রেন ভেঙে দিয়েছে।তাই রাস্তায় নিকাশির জলও জমা হচ্ছে।প্রায় দিন যানজট সৃষ্টি হয়।মালবোঝাই গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে জ্যাম সৃষ্টি হয়।তার উপরে গাড়ির রেষারেসি তো আছেই।পাশাপাশি “নো এন্ট্রির” সঠিক টাইম নেই।আমরা চায় রাস্তা ঠিক করে সাধারণ মানুষ সুরাহা পাই।রাস্তা প্রচন্ড খারাপ।

আর এক স্থানীয় ব্যক্তি রাজীব বাউরি বলেন রাস্তার অবস্থা খুব খারাপ।সিঙ্গেল রাস্তায় ডবল ডবল করে গাড়ি চলাচল হচ্ছে।সাধারণ মানুষের অসুবিধা।সঠিক সময়ে নো এন্ট্রি খোলা হয় না।আমাদের সাধারণ মানুষের প্রচুর অসুবিধা।রাস্তা ঠিক না থাকার কারনে আমাদের ছেলে মেয়েদের সময় মতো স্কুল পৌঁছাতে সমস্যা হয়। পাশাপাশি রোগীকে নিয়ে যাওয়ার সময়ও সমস্যা।
এক গাড়ির চালক সঞ্জয় হালদার বলেন প্রচুর সমস্যা, রাস্তা খারাপ থাকায়।গাড়ি চালাতে অসুবিধে।একটু এই দিক ওই দিক হলে গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যায়।বর্ষাতে আরো সমস্যা হয়।রাস্তায় খনাখন্দে ভর্তি রয়েছে।প্রশাসনের কাছে আবেদন রাস্তা সারাইয়ের ব্যবস্থা করলে সবার সুবিধা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )