বৃক্ষরোপণে সারা দেশে দ্বিতীয় স্থান ডায়মন্ড মডেল

বৃক্ষরোপণে সারা দেশে দ্বিতীয় স্থান ডায়মন্ড মডেল

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বৃক্ষরোপণ কর্মসূচি হল গাছ লাগানোর একটি প্রক্রিয়া, যা পরিবেশ সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি বায়ুদূষণ কমাতে, কার্বন ডাই অক্সাইড শোষণ করতে এবং আবহাওয়াকে অনুকূল রাখতে সহায়ক। এছাড়াও, বৃক্ষরোপণ কারোর বাসস্থান, জীবিকা এবং অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারে। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে যা আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে,যা গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমাতে সহায়ক। ভারতে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। যা সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং স্কুল ও কলেজ পর্যায়েও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সবুজের পথে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ সাংসদ অভিষেক এর ডায়মন্ড মডেল ,বৃক্ষরোপণে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে এই ডায়মন্ড হারবার। এদিন ডায়মন্ড হারবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা সাহার উদ্যোগে আয়োজিত হলো বৃক্ষরোপণ উৎসব ২০২৫। এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,পৌরসভার চেয়ারম্যান প্রণব মুখার্জি,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,টাউন তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার,টাউন তৃণমূলের যুব সভাপতি পুষ্পেন্দু,দুই নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি,১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা সাহা সহ পৌরসভার আরো অন্যান্য কাউন্সিলর প্রমুখ। দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ জানান বৃক্ষরোপণে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম এটা আমাদের ডায়মন্ড হারবারের গর্ব! সেই লক্ষ্য মাত্র আরোও এগিয়ে নিয়ে যেতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা সাহার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি। তিনি আরো বলেন এদিন শুধুই এটা এক অনুষ্ঠান নয়,একসাথে গাছ লাগিয়ে আমরা রচনা করলাম আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, প্রাণবন্ত ভবিষ্যৎ। ডায়মন্ড হারবার আজ গর্বের সঙ্গে সারা দেশে দ্বিতীয় এই কৃতিত্ব বিশেষ করে তৃণমূলের সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সর্বোপরি তার পরই এলাকার প্রতিটি মানুষ ও তাঁদের সচেতনতার প্রমাণ। কাউন্সিলর পূজা সাহা জানান সবুজ অঙ্গীকার গাছলাগান প্রাণবাঁচান, বৃক্ষরোপণ একটি সম্মিলিত দায়িত্ব তাই আমরা বৃক্ষরোপণে এগিয়ে আসলাম। পৌরসভার চেয়ারম্যান প্রণব মুখার্জি বলেন আসুন,আমরা অনুষ্ঠান থেকে অঙ্গীকার করি, সবাই আমাদের চারপাশের পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য বৃক্ষরোপণে এগিয়ে আসি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )