প্রথমে মোটরসাইকেলে ধাক্কা, তারপর চেপে গেল চারচাকা গাড়ির উপরে ইট বোঝাই ট্রাক্টর, আহত তিন

প্রথমে মোটরসাইকেলে ধাক্কা, তারপর চেপে গেল চারচাকা গাড়ির উপরে ইট বোঝাই ট্রাক্টর, আহত তিন

কৌশিক মুখার্জী: আসানসোল:- ইট বোঝাই ট্রাক্টর প্রথমে মোটরসাইকেলে ধাক্কা মেরে চেপে গেল চারচাকা গাড়ির উপরে, ঘটনায় আহত তিনজন। ঘটনাটি ঘটেছে আসানসোলের ভগৎ সিং থেকে বার্নপুরগামী রাস্তার উপরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন একটি ইট বোঝায় ট্রাক্টর প্রথমে সামনের দিক থেকে আশা একটি মোটরসাইকেলে ধাক্কা মারে ,এরপরে সামনে থেকে আসা অন্য একটি চারচাকা গাড়ির উপর ট্রাক্টরের ইঞ্জিনের অনেকটা অংশ চেপে যায়। ঘটনায় দু’তিনজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। যদিও ট্রাফিক পুলিশের সহায়তায় ঘাতক ট্রাকটারটি   সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। অপরদিকে ঘাতক ট্রাক্টর এর চালক পলাতক বলে জানা গেছে স্থানীয় সূত্রে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )