বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনা শিবির

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনা শিবির


বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ১১ই জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এই দিনটি বিশ্বব্যাপী জনসংখ্যা বিষয়ক সমস্যাগুলির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে পালন করা হয়। এদিন ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ এন এস এস ইউনিট এবং মেরা যুব ভারত ডায়মন্ড হারবার শাখার উদ্যোগে ফকির চাঁদ কলেজের সেমিনার হলে জনসংখ্যা বৃদ্ধি,পরিবার পরিকল্পনা,লিঙ্গ সমতা, দারিদ্র্য, এবং মাতৃস্বাস্থ্যের মতো বিষয়গুলি নিয়ে এই দিনে আলোচিত হয়। পাশাপাশি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবেশ দূষণ রুখতে ও সুস্থ্য জীবন গড়তে বিশ্ব সবুজায়নের লক্ষ্যে এদিন কলেজ লাগোয়া এলাকায় বৃক্ষরোপণের আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজনদের সংবর্ধনা ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এখানে উপস্থিত ছিলেন,ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার অধ্যাপক আবুল কালাম আজাদ, মেরা যুব ভারত ডায়মন্ড হারবার শাখার প্রোগ্রাম এসিস্ট্যান্ট কপিল কুমার,ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের জি বি তথা টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল,ফকির চাঁদ কলেজের আই কিউ এ সি কো অর্ডিনেটর ড: শ্বেতাদ্রি সমাদ্দার, ড: সংযুক্তা চৌধুরী, পিনাকী আচার্য পরিবেশ বিদ্যা,মৃদুল দাস ভূগোল সহ প্রমুখ। বিশ্ব জনসংখ্যা দিবস জাতিসংঘের একটি বার্ষিক ইভেন্ট,যা ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১১ জুলাই পালিত হচ্ছে।বিভিন্ন সংস্থা এবং সরকার এই দিনটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে,যার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং জনসংখ্যা বিষয়ক সমস্যা সমাধানে উৎসাহিত করা হয়। ডায়মন্ড হারবারের বিভিন্ন ফাঁকা জায়গায় যেমন পার্ক, রাস্তা ও কলেজ সংলগ্ন স্থান এবং অন্যান্য উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হয়।এই ধরনের কর্মসূচি বিশ্ব জনসংখ্যা দিবসকে আরও অর্থবহ করে তুলবে এবং পরিবেশ সুরক্ষার জন্য একটি ইতিবাচক বার্তা দেবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )