ল্যাম্পোস্ট
অপর্ণা মুর্মু (ওন্দা, বাঁকুড়া)

শ্রাবণের বৃষ্টিভেজা শহর
নিঃশব্দে নামে সন্ধ্যা অলকানন্দা
শহরের রাস্তা জুড়ে টিমটিম আলো
দূর থেকে শোনা যায় ট্রেনের সাইরেন।
শহরের ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে
অপেক্ষারত আমি, পাশেই মরচে ধরে
দাঁড়িয়ে আছে পুরোনো ডাকবাক্স।
মোবাইলের স্ক্রিনে হাত বুলিয়ে ভাবী
সময়ের কাটাতারে কত কি যায় বদলে।
মাথার উপর হলদে ল্যাম্পোস্টের আলো
আলোর ঝলকে জমেছে ঝিঁঝিঁর মেলা
কখনও গাছ থেকে ঝরে ঝরে পড়ছে,
পাতাঝরা বৃষ্টির এক- দু ফোঁটা ।
সন্ধ্যা আঁধারে ফোটে আষাঢ়ের দোলনচাঁপা
রাতের নিবিড়ে তীব্র সুবাসের মিষ্টি ঘ্রাণ,
মেঘের মিনারে জ্যোৎস্না চাঁদের মায়া
বসে গেছে ছায়া,দীর্ঘ রুদ্ধশ্বাস ফেলে কায়া।
জোনাকির দল ভালোবাসার গন্ধ খোঁজে
অতল ঢেউয়ের মতো কথা আসে ভেসে
থেকে যায় কিছু অজানা প্রশ্ন বাকী….
বিনি সুতোর মালায় গাঁথা থাক
দুজনের কাটানো প্রহরের ভালোবাসা,
চেনা স্রোতে,চেনা পথে সাক্ষী থাক
নীরবে দাঁড়িয়ে শহরের নিঃসঙ্গ ল্যাম্পোস্ট।।