ভিন্ন দুর্গা
মায়া সাহা (কলকাতা)

আমার দুর্গার হলো জন্ম খোলা আকাশের নিচে
তোমার দুর্গা নিল জন্ম রাজমহলের পালঙ্কে।
আমার দুর্গা হলো মানুষ এঁটো পাতে খেয়ে,
তোমার দুর্গা হলো মানুষ সোনার থালায় খেয়ে।
আমার দুর্গার অসুস্থতায় ঔষধ মেলেনা পেটে!তোমার দুর্গার অসুস্থতায় ডাক্তার থাকে লাইনে।আমার দুর্গা করে খেলা বস্তির ওই মাঠে।
তোমার দুর্গা করে খেলা বাংলো বাড়ির লনে।
আমার দুর্গা শীত -গ্রীষ্ম কাটায় ফুটপাথে ,
তোমার দুর্গা পায়না মালুম থাকে অট্টালিকাতে।
আমার দুর্গা পায়না শিক্ষা পাড়ার স্কুলেতে।
তোমার দুর্গা গাড়ি চড়ে চলে শিক্ষা নিতে।
আমার দুর্গা অশিক্ষিত ফসল ফলায় মাঠে !
তোমার দুর্গা চাকরি সূত্রে চলে বিদেশেতে।
আমার দুর্গা কুড়িয়ে পোশাক প্রতিমা দর্শন করে,
তোমার দুর্গার অঢেল পোশাক পরার সময় নাই যে।
আমার দুর্গা পূজার দিনে বাবুর ঘরে কাজে,
তোমার দুর্গা প্যাণ্ডেলেতে আনন্দে মত্ত্ব থাকে।
আমার দুর্গা বাসন মেজে অন্ন জোগায় পেটে,
তোমার দুর্গা চাইনিজ খেতে ছোটে রেস্তোরাঁতে।
আমার দুর্গা ভাঙা ঘরে সুখ পাখিকে খোঁজে,
তোমার দুর্গার সুখপাখিটি অট্টালিকায় মেলে।
তোমার দুর্গা ভরা যৌবনে গোলাপ হাতে ঘোরে।
আমার দুর্গা ভরা যৌবনে মাঠে ফসল কাটে।
তোমার দুর্গার রঙ্গনৃত্যে প্রেমিকের মন ভরে।
আমার দুর্গার রঙ্গনৃত্যে বাবুদের খিদে মেটে।।
তোমার দুর্গার সকল দুর্গন্ধ অর্থবলে ঢাকে ।
আমার দুর্গার একটু গন্ধে সমাজ অসতী নামে ডাকে!

