
বিভিন্ন বিষয়ে মূখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের সাংসদদের তীব্র সমালোচনা অগ্নিমিত্রা পালের
সংবাদদাতা: আসানসোল:- বীরভূমের প্রশাসনিক বৈঠকে বিএলও দের হুমকি দিয়েছেন নির্বাচন পর্যন্ত তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন তারপর রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে তাই কোন রোহিঙ্গাদের ও অনুপ্রবেশকারীদের নাম বাদ না দিতে তার এই বক্তব্যকে তীব্র সমালোচনা করে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মূখ্যমন্ত্রী এক সময়ে বাংলায় আসা অনুপ্রবেশকারীদের নিয়ে তীব্র আন্দোলন করেছিলেন তিনি ভোটার লিষ্টটা বার করে আলোচনা করবে বলেছিলেন অথচ আজ তিনি তুষ্ঠীকরণের রাজনীতি করছেন মাইনরিটি মাদ্রাসা এ্যাফেয়ারস দপ্তরের উন্নয়নের জন্য বাজেট ৪৭২ কোটি টাকা থেকে ৫৬০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, মৌলবীদের জন্য ৩০০০ টাকা মাসিক অনুদান দিলেও হিন্দু পুরোহিতরা ১৫০০ টাকা পায় না। সাংসদ মহুয়া মৈত্র বলেছেন ভারত থেকে বাংলাদেশ অনেক বেশি সুরক্ষিত তিনি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানান সেই কারণে বাংলাদেশে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। মানিকচকের বিধায়িকা জঙ্গীদের সমর্থন করছেন। পশ্চিম বাংলার জনগণ বুঝে গেছে ২০১৪ সাল থেকে মমতা ব্যানার্জী তাদের ঠকিয়ে গেছেন এবং সেটা বুঝে যাবার পর তিনি হিন্দুদের নিয়ে আজ থেকে তাদের সমর্থনে আন্দোলন শুরু করেছেন।