আসানসোলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আসানসোলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

অঙ্কিতা চ্যাটার্জী, আসানসোল:-

পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা সহকারে শুক্রবার আসানসোল যুব আবাস ম্যারেজ হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় “স্মরণসভা” অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা শাসক পোন্নমবলম এস সহ বিশিষ্ট গুনিজনেরা। অতিথি ও হলভর্তি দর্শকদের উপস্থিতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম। উপস্থিত অতিথিরা একে একে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। অনেকেই রবীন্দ্রনাথের লেখা কবিতা পাঠ করেন।

পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পোন্নমবলম এস ছাড়াও আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, এম এম আই সি দিব্যেন্দু ভগত, ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, রাজেশ কুমার মন্ডল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলাশাসক বলেন – এই মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়ে আমরা কৃতার্থ বোধ করি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )