
মাওলানা রইস উদ্দিন এ্যাকাডেমির গার্লস মশনে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- আঁধারের পথ সরিয়ে, শত মুক্তি যোদ্ধা রক্ত ঝরিয়ে,সূর্যের মত আলো ছিটিয়ে এসেছিল ভারতের স্বাধীনতা। আর এই মূল লক্ষ্য কী সামনে রেখে মাওলানা রইস উদ্দিন এ্যাকাডেমির গার্লস মিশনের পক্ষ থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, মাওলানা রইস উদ্দিন এ্যাকাডেমির চেয়ারম্যান কাজী আব্দুল গফ্ফার, ও এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক কাজী আব্দুল মালেক,এছড়াও উপস্থিত ছিলেন,এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সুরাইয়া খাতুন, ও কোষাধ্যক্ষ হানজাত মোল্লা সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা,ছাত্র ছাত্রীগণ। পতাকা উত্তোলনের পর একই সুরে স্লোগান দিতে দিতে “বন্দে মাতরম” ধ্বনিতে মুখরিত হয়ে লাইন বদ্ধভাবে এগিয়ে চলে শিক্ষক, শিক্ষার্থীরা। আর এদিন পতাকা উত্তোলনের পর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্বাধীনতার তাৎপর্য ও দিনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী আব্দুল গফ্ফার ও সম্পাদক কাজী আব্দুল মালেকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক পরিবেশনা ও দেশপ্রেমে উজ্জীবিত নানা কর্মসূচি মিশন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণকে রাঙিয়ে তোলে। দেশপ্রেমের আবহে ভরে ওঠে হোটুগঞ্জ মাওলানা রইস উদ্দিন এ্যাকাডেমির গার্লস মিশন চত্বর।
