
সরিষা আশ্রম মোড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- আজ রাখি বন্ধন উৎসব! সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকার জন্য হাতে বাঁধা হচ্ছে রাখি। এদিন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় সরিষা আশ্রম মোড়ে সম্প্রীতির বার্তা দিতে গাড়ি চালক ও রাস্তায় ট্রাফিক পুলিশ ও পথ চলা হিন্দু মুসলিম সহ প্রত্যেক ধর্মবলম্বি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ,ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি, সহ সভাপতি বরজান সহ আরও অনেকে।এদিন দিনভর একাধিক জায়গায় সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। কর্মসূচি সম্পর্কে বিধায়ক পান্নালাল হালদার জানান এই বাংলা সম্প্রীতির বাংলা, এখানে সবাই আমরা ভাই ভাই। তাই ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এই রাখি বন্ধন উৎসব। ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ জানান রাখি বন্ধন উৎসব মানবতার সেতুবন্ধন, ভালোবাসা ও ভ্রাতৃত্বের অটুট প্রতীক এই রাখি বন্ধন উৎসব।তিনি আরও বলেন আজ ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে নিয়ে সরিষা আশ্রম মোড়ে আমরা একসাথে সবাই মিলিত হয়ে রাখি বন্ধন উৎসব পালন করলাম। পাশাপাশি সমস্ত পথ চলতি মানুষকে রাখি পরানো থেকে শুরু করে সবাইকে মিষ্টিমুখ করানো প্রতিটি মুহূর্তে ছিল আনন্দ, সৌহার্দ্য আর সম্প্রীতির আবেশ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা প্রতিজ্ঞা করছি, এই ভ্রাতৃত্বের বন্ধন যেন আরও গভীর হয়, সকলের মনে জাগ্রত হোক মিলনের আলো। আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ভিন্নতা ভুলে আমরা সবাই এক মানবতার পরিবার। ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন,এই সৌন্দর্যের মুহূর্ত ছড়িয়ে পড়ল এলাকাজুড়ে,আর মনে করিয়ে দিলো,রাখির আসল মানে হলো হৃদয়ের বন্ধন,যা রাজনীতির সীমানা ছাড়িয়ে যায়।