১৮ র উদ্ধে বেকার যুবক যুবতীদের জন্য মেগা জব ড্রাইভ

১৮ র উদ্ধে বেকার যুবক যুবতীদের জন্য মেগা জব ড্রাইভ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পড়াশুনা শেষ করে চাকরির খোঁজ সবাই করেন। কিন্তু ঠিকঠাক খোঁজ না পাওয়ায় চাকরির প্রাথমিক শর্ত আবেদনের সুযোগ টাই অনেকেই পায় না।বেসরকারি খাতে চাকরির সুযোগ বর্তমানে অনেক প্রসারিত হয়েছে। বিভিন্ন কোম্পানি,নতুন চাকরির জন্য প্রায়ই বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবার উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট পাস বেকার যুবক যুবতী ও ছাত্র ছাত্রীদের জন্য একটা বিশেষ কাজের সুবর্ন সুযোগ সুবিধা নিয়ে এসেছে ওনুদীপ ফাউন্ডেশন। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক ও এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ডায়মন্ড হারবার বিডিও অফিসে মিটিং হলে ২১ শে আগষ্ট এই বেসিক্যালি বিভিন্ন স্তরের ছাত্র ছাত্রীদের তাদের যোগ্যতা অনুযায়ী পরীক্ষার আয়োজন করা হয়। ক্লাস্টার ম্যানেজার কাজী সিদ্দীকুল্লাহ জানান এখানে প্রায় ১৫০ জন বেকার ছাত্র যুবক যুবতীদের নিয়ে এবং চার টি কোম্পানির সমর্থন অর্থাৎ উদ্যেগে এই পরীক্ষা নেওয়া হয়। তিনি আরও জানান সোনারপুর,বারুইপুর,ডায়মন্ড হারবার,কাকদ্বীপ সহ দক্ষিন চব্বিশ পরগনা জেলায় আরো বেশ কয়েকটি এই সংগঠনের শাঁখা রয়েছে।এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণা সাধন অধিকারী রিজিওনাল ম্যানেজার,এছড়াও উপস্থিত ছিলেন কাজী সিদ্দিকুল্লাহ ক্লাস্টার ম্যানেজার, মহম্মদ শেখ আরিফ ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক মাইনরিটি ডিপার্টমেন্ট,অনু সহ আরও অনেকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )