
উৎসবের আগে রাস্তা মেরামত নিয়ে আলোচনা বোর্ড মিটিংয়ে
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে শহরাঞ্চলের জর্জর রাস্তা , জঞ্জাল পরিস্কার ও পাণীয় জলের পরিষেবা নিয়ে আলোচনা করা হয়েছে। আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান আসন্ন দূর্গাপূজার আগে রাস্তা মেরামত নিয়ে আলোচনা করা হয়েছে তিন থেকে চারদিনের মধ্যে কাজ শুরু হবে। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান গণেশ পূজার মাধ্যমে পূজোর উৎসব শুরু হয়েছে শিল্পাঞ্চলের রাস্তার অবস্থা খুবই খারাপ বৃষ্টি বন্ধ হলে রাস্তা মেরামতের কাজ শুরু হবে, পূজোর সময় রাস্তা পরিস্কার রাখা নিয়ে আলোচনা করা হয়েছে এবং পাণীয় জলের সরবরাহ ঠীক রাখা নিয়ে আলোচনা করা হয়েছে।

CATEGORIES আসানসোল