দূরত্ব

টুম্পা পাল (হিন্দমোটর, হুগলী)

এরপর তোমার আমার দৃষ্টির মাঝে মোবাইলের স্ক্রিন থাকবে,
তোমার আমার শব্দের মাঝে থাকবে হেডফোন, আমাদের স্পর্শের মাঝে থাকবে দীর্ঘপ্রতীক্ষা।

ঘরে একাকিত্বের মাঝে গোছানো থাকবে তোমার গামছা, জামা-প্যান্ট, রুমাল , বাথরুমের মগ, দরজার সামনে জুতো, গাড়ির চাবি যেমনটা রেখে দেবো ঠিক তেমনটাই।
অগোছালো থাকবে শুধু বিশাল মনরাজ্য!

সকালে উঠে এক কাপ চা নিয়ে এসে কেউ ঘুম ভাঙাবে না,
কাজের ফাঁকে ফাঁকে কেউ গল্প জুড়ে দেবে না, বেসুর গানে কেউ বিরক্ত করবে না।
যখন তখন হাসিরা বেজে উঠবেনা।
হঠাৎ করে কেউ তর্ক জুড়ে দেবে না
আবার রাগ করেও খাওয়ার জন্য জোর করবে না কেউ।

শব্দরা ফুপড়ে উঠবে শব্দনালী বেয়ে।
ঝপসা চোখ দুটো টনটন করে উঠবে।
বুকের ভিতরের অগোছালো, ওলপপালট ভাবনা গুলো বলে দেবে
অভিযোগ, অভিমান যা কিছু ছিলো, সব কাছে থাকার জন্য।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )