রয়ে যাক পদচিহ্ন
রুমা মন্ডল (বর্ধমান)

ক্লান্ত হয়ে থেমে গেছে কিছুক্ষণ
আর কতটা পথ বাকী অজানা,
অবিশ্রান্ত এই পথচলার অলক্ষ্যে
সবই কি রয়ে গেল অচেনা!
ঘাম ঝরে পড়া সর্বাঙ্গ শরীরে
মেদহীন চামড়া হয়েছে কুঞ্চিত,
রক্তাক্ত, ক্ষতবিক্ষত অঙ্গপ্রত্যঙ্গগুলি
তবুও হয়নি কিছুই আজও সঞ্চিত।
মনের কোণে আশার বিন্দুগুলো উজ্জ্বল
অবিরত তা হয় নিভুনিভু,
আগলানোর বৃথা চেষ্টার ফলে
হঠাৎ জ্বলে ওঠে কখনও কভু।
সব শেষ হবে একদিন জানি
চাই মনুষ্যত্ব থাক জীবিত,
মৃত্যুর পরেও রয়ে যাক পদচিহ্ন
করোনা আঘাতে তাকে নিহত।
CATEGORIES কবিতা