আঁকিবুকি
অন্তরা সিংহরায় (দুর্গাপুর, পশ্চিম বর্ধমান)

আঁকিবুকি আঁকিবুকি
এসো সোনা খোকা খুকি
ঠেলাগাড়ি রেলগাড়ি
বক বল চাকা ঘড়ি
সব শোন আঁকা হবে
যদি তুমি স্কুল যাবে
এসো সোনা এসো সোনা
হয়ো নাগো আনমনা
মন দিয়ে পড়া করো
তবে তুমি হবে বড়ো
মাস্টারও দিদিমনি
ভালো পড়ে চোখ – মনি
তুমি হবে তুমি হবে
যদি কথা শোন সবে।
লিখি শিখি পড়ি লিখি
চাঁদ ফুল তারা শিখি
ছড়া গান নাচ মিলে
পড়ি শিখি হাসি দিলে
গাছ ফুল পাখি ভোর
প্রাণে প্রাণে বাঁধি ডোর
বিদ্যালয় বিদ্যালয়
জীবনের দেবালয়
আঁকিবুকি আঁকিবুকি
এসো সোনা খোকা খুকি।।
CATEGORIES কবিতা