ঘুড়ির মেলা
তিতলী রায় (কলকাতা)

হরেক ঘুড়ির মেলা মিলেছে
নীল গগনের বুকে,
একেকটা তো অনেক দূরে
যায় না দেখা চোখে।
হরেক রকম নাম তাদের
শুনতে ভারী মজা,
বাচ্চা বুড়ো সবাই ওড়াই
পায় না কেউ সাজা।
পেট কাটি, চাঁদিয়াল,মুখপোড়া তাও
আরও আছে সঙ্গে,
শুধু নামগুলি শুনি থাকি
আমাদের এই বঙ্গে।
ময়ূরপঙ্খী নামটা যেন
কানে শুধুই বাজে,
মোমবাতি নামেই শুধু
নেই কোনো কাজে।
বিশ্বকর্মায় আকাশ জুড়ে
ছড়িয়ে ঘুড়ির বাহার,
নেই তো সময় আজ সারাদিন
ঘুড়ির সাথেই আহার।
মনটা খারাপ সন্ধ্যে হলেই
পড়ার নেই তো ছুটি,
ঘুমের ঝুলি এলে পরেই
ধরবে চুলের ঝুঁটি।
CATEGORIES কবিতা

