নীতিহীন সমাজ

মায়া ঘোষ মাইতি (কলকাতা)

সমাজ ধমনীতে বইছে বিষাক্ত নীল রক্ত

দুর্নীতি আর অনৈতিকতার ঘেরাটোপে পড়ে
মানুষ আজ বড্ড অস্থির, হয়ে উঠছে অসহিষ্ণু,
অনাবশ্যক অবাঞ্ছিত গর্হিত কর্মের ভিড়ে
সুস্থ সমাজের শক্তি ঢেকে সমাজের গতি ক্ষয়িষ্ণু ।

অর্থ সম্পদ আর ক্ষমতা লাভের উর্দ্ধমুখী আকাঙ্ক্ষায়
বিবেকহীন মন হয়ে উঠছে পারদর্শী নানা ছলা কলায়,
সমাজ ধমনীতে বইছে বিষাক্ত নীল রক্তের স্রোত
সমাজ আজ ডুকরে কাঁদে হাহাকারের তীব্র যন্ত্রণায়।

নৈতিকতা মানুষের অন্যতম মহৎ গুণ
সমাজ রাষ্ট্রের সুনির্দিষ্ট নিয়ম নীতি,
ভালো -মন্দ, ঠিক-ভুলের গ্রহণ বর্জন ক্ষমতা
মনুষ্যত্বহীনতায় মানুষ ভুলছে সকল রীত।

মূল্যবোধের অবক্ষয় রোধ আশু প্রয়োজন
তবেই বাঁচবে সমাজ সংস্কৃতি মনুষ্য জীবন,
শুভর প্রতি অনুরাগ আর অশুভে বিরাগ
আনবে শান্তি সমৃদ্ধি ও মার্জিত মনন।

একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে
গড়ে তুলতে হবে ভরসা আস্থা সহমর্মিতা,
মূল্যবোধই জাগিয়ে তুলতে পারে বিবেক
সঠিক নৈতিক শিক্ষাই আনতে পারে সচেতনতা।

সমাজের উন্নতিতে নৈতিকতাই আদর্শ ধর্ম
নৈতিক অনুশীলনে গড়ে ওঠে উত্তম আচরণ,
সমাজ বিকাশের পথকে করে তোলে স্বচ্ছ
সার্বজনীন কল্যাণ করে সার্থক সুন্দর সমাজ গঠন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )