কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি সংলগ্ন জাতীয় সড়কের মধ্যে উল্টে গেল গমবোঝাই লরি 

কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি সংলগ্ন জাতীয় সড়কের মধ্যে উল্টে গেল গমবোঝাই লরি 

কাজল মিত্র: কুলটি:- চৌরাঙ্গী ওভারব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গমবোঝাই এক লরি। ঘটনায় রক্ষা পেল বড়সড় দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত চৌরাঙ্গী ওভারব্রিজে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ গম নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল লরিটি। মঙ্গলবার সকালে চৌরাঙ্গী ওভারব্রিজের উপর ওঠার সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে লরিটি ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে পড়ে যায়।যদিও সেই সময় ব্রিজে অন্য কোনও যানবাহন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

তবে ঘটনার পর প্রায় ঘন্টাখানেক রাস্তা জাম হয়ে পড়ে । খবর পেয়ে ছুটে আসেন এনএইচআই এর টিম ।ঘটনার পর চালকও খালাসি দুজনেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাই। 

 দুর্ঘটনার  ফলে রাস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে গমের বস্তা । ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ ঘটনাস্থল থেকে  লরিটি নিয়ে জায় এবং যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয়।

প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং ভারী বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারায় লরিটি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পালাতক চালক ও খালাসির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, তাই দ্রুত গতিনিয়ন্ত্রণ ও নিয়মিত টহলের দাবি তুলেছেন তারা। শুধু তাই নয় জাতীয় সড়কের পাশেই রয়েছে  আরটিও অফিস আর এই অফিসের আধিকারিকরা প্রায়শই  এইসব ওভারলোডিং থাকা গাড়ি গুলি তাড়া করে যার ফলে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটতেই থাকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )