পাড়ায় জলের অসুবিধা, জলের সমাধান না হলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে না বলে ক্ষোভের মুখে আধিকারীকরা  

পাড়ায় জলের অসুবিধা, জলের সমাধান না হলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে না বলে ক্ষোভের মুখে আধিকারীকরা  

কাজল মিত্র: কুলটি:-  আগে এলাকার পানীয় জলের সমাধান করুন তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করবেন।কার্যত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সরকারি আধিকারিকরা।আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামের ঘটনা।জানা গিয়েছে মঙ্গলবার সকাল ১১টায় হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হওয়ার আগের গ্রামবাসীদের  ক্ষোভের মুখে পড়েন সরকারি আধিকারিকরা।যদিও শিবিরে সরকারি আধিকারিকরা বসলেও গ্রামের কোনো মানুষ অংশগ্রহণ করেননি।এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াই।যদিও এলাকার জল সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর তারকনাথ ধীবর গ্রামবাসীদের দাবি আগে এলাকায় জল সমস্যার সমাধান করুন তারপর শিবির করবেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )