নব বসন্ত

পঙ্কজ কুমার মন্ডল (সিউড়ি, বীরভূম)

আজকে প্রভাতে, উঠিয়া দেখি
পৃথিবী সেজেছে সুন্দর,
নব নব সাজে, সেজেছে সবাই
ভ্রমর উঠেছে গুঞ্জর।

আজকে প্রভাতে, মন উচ্ছল
হৃদয়ে এসেছে তারুণ্য,
কৃষ্ণচূড়ায়, রং ভেসে যায়
আকাশ সেজেছে অনন্য।

আজকে প্রভাতে, ফুলগুলো সব
ফুটেছে শ্রেষ্ঠ আবেশে,
কাঁপিছে হৃদয়, কাঁপিছে ওষ্ঠ
নতুন প্রেমের সুবাসে।

আজকে প্রিয়া, দিয়েছে সাড়া
নেই যে ঘরেতে বন্দী,
আকাশ, বাতাস, শিহরিত আজ
পলাশে করেছে সন্ধি।

আজকে প্রভাত, লাগে উন্মাদ
ডাকে ঘরে ঘরে প্রেয়সী,
নব বসন্ত এসেছে দোরে
সেজেছে শ্রেষ্ঠ শ্রেয়সী।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )