
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রচারে অভিনব উদ্যোগ নিলেন বিধায়ক
রিমা ঘোষ, আমতা, হাওড়া:-
মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের স্বার্থে একের পর এক প্রকল্প চালু করেছেন। একাধিক প্রকল্প শুধু কেন্দ্র সরকারের নয় আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি লাভ করেছে। এমনকি দেশের অন্যান্য রাজ্যও ভিন্ন নামে এগুলি চালু করছে। এবার এই প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য অভিনব উদ্যোগ নিলেন হাওড়ার উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা. নির্মল মাজি।
হাওড়া জেলার অন্যতম ব্যস্ত বাসস্ট্যান্ড হলো আমতা-১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমতা সি টি সি বাস স্ট্যান্ড। বিভিন্ন এলাকার মানুষের ভিড় এখানে লেগেই থাকে। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সেখানে পি-৩ এলইডি টিভির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ডা. নির্মল মাজি। এই এলইডি স্ক্রিনের নাম দেওয়া হয়েছে ‘মানুষের সাথে মানুষের পাশে বাংলার গর্ব মমতা’।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মল্লিকা সাহু, আমতা গ্রাম পঞ্চায়েত সমিতির সভানেত্রী জয়শ্রী বাগ,উপস্থিত ছিলেন, উলুবেড়িয়ার উওর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, সহঃ সভাপতি শেখ ইলিয়াস, দলের সাধারণ সম্পাদক তুষার কর সিনহা,শুভজিত সাহা,আমতা ১নং গাম পঞ্চায়েত এর মহিলা সভানেত্রী শিলা মাখাল, পঞ্চায়েত সমিতির সভানেতী জয়শ্রী বাগ,যুব সভাপতি পিন্টু মন্ডল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রুহুল আমিন খান,আমতা ১নং গাম পঞ্চায়েত প্রধান মল্লিকা সাউ, ভান্ডারগাছা গাম পঞ্চায়েত প্রধান নিপা বসু, সহ অনেক পঞ্চায়েত সদস্য ও সাধারণ মানুষ।

বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির পাশাপাশি এই এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলি এই থ্রিডি এলইডি স্কিনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হবে। ফলে এলাকার বাসিন্দারা সেগুলি জানতে পারবে এবং যারা বঞ্চিত হবে বা না জানার জন্য তাদের প্রাপ্য সুযোগ পায়নি তারাও লাভবান হবেন। পাশাপাশি, দুর্যোগ সম্পর্কিত সতর্কমূলক বার্তাও দেখানো হবে যাতে মানুষ নিজেদের সুরক্ষিত হতে পারে। অল্প বয়সে বাল্যবিবাহ, অকাল গর্ভাবস্থা, পালিয়ে বিয়ে করা সহ নানান বিষয়ে সতর্কমূলক প্রচার করা হবে।
বিধায়কের এই উদ্যোগে এলাকাবাসী খুব খুশি। তাদের বক্তব্য, এরফলে সরকারের কোন কোন প্রকল্পের সুযোগ আমরা পেতে পারি সেই সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাব এবং সেগুলি পাওয়ার বিষয়ে উদ্যোগী হতে পারব।
