আমার আমিত্ব
মহুয়া বিশ্বাস (বনগাঁ, উত্তর ২৪ পরগণা)

অজ্ঞনতার অন্ধকারে কত সহজে জ্ঞানের স্বচ্ছতাকে অবহেলা করা যায়।
অনিয়মের ধাচে নিজেকে গড়তে গড়তে কত সহজে সত্যকে অবজ্ঞা করা যায়।
গভীরতা ছাড়া কোনো উপলব্ধ হয় কি?
একাকিত্ব ছাড়া নিজের আর্শিতে নিজেকে চেনা যায় কি?
নিরবতা ছাড়া পৃথিবীও নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারে না ;
উৎসবের আলোমাখা উদ্দীপনা, চঞ্চলতা, উন্মত্ততা, উচ্ছ্বাসের গতি ক্রমশঃ ক্ষীণ হয়ে আসলে এ জীবন, আকাশ বাতাস নিজের স্বাভাবিক ছন্দে কথা বলে যা একান্ত আপনার ;
বিলাস ব্যসনে পূর্ণ, আমিত্বে ঠাসা দেহের উপরিতল।
ভিতরের ঘরগুলিকে কত সহজে নোংরা করি,
জোর করে আখাদ্য ভরি,
পরিষ্কার করার অবকাশ নেই।
আসলে উচ্ছ্বাস চলে গেলে ওদের মৃত্যু ঘটে, নিরবতায় শ্বাসকষ্ট হয় ;
কেউ নিরবতাকে জীবনে বেঁধে রেখেছে,
প্রিয় বন্ধু হয়ে উঠেছে জীবন ;
শান্ত জীবনকে অনুভব করলে ধীরে ধীরে পৃথিবীর ভাবার্থকে সচেতন ভাবে বুঝতে পারা যায়।

